গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড পাওয়ায় দেশবন্ধুর এমডি গোলাম রহমানকে সংবর্ধনা | NEWS24

গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড পাওয়ায় দেশবন্ধুর এমডি গোলাম রহমানকে সংবর্ধনা

 
নিজস্ব প্রতিবেদক (NEWS24)
Published : রোববার, ০১ জুন, ২০২৫, ১৬:২২
 
Source: NEWS24
গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান। বছরের সেরা আলোকিত উদ্যোক্তা হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি।

তার এ পুরস্কারপ্রাপ্তিতে গতকাল শনিবার (৩১ মে) রাজধানীর বনানীতে দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোলাম রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, প্রশাসন, এইচআর ও কমপ্লায়েন্ট) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন, দেশবন্ধু গ্রুপের চিফ অপারেশনাল অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান।

এ সময় দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান বলেন, এ পুরস্কার আমাকে দেওয়া হয়নি।

দেশবন্ধু গ্রুপের সবার অর্জন এ পুরস্কার। আশা করি আগামীতে যেন আল্লাহতাআলা সামর্থ্য দান করেন নিজেরা ভালো থেকে মানুষের পাশে দাঁড়ানোর।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশবন্ধু গ্রুপের সিওও ইদ্রিসুর রহমান। তিনি বলেন, জাতীয় দুর্যোগে দেশবন্ধু গ্রুপ মানুষের পাশে দাঁড়ায়। করোনা, বন্যাসহ নানা সময়ে শীতার্ত মানুষের পাশে ছিলো দেশবন্ধু গ্রুপ। আগামীতেও পাশে থাকবে গ্রুপটি। এরই অংশ হিসেবে এ পুরস্কারপ্রাপ্তি।

গত শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে গোলাম রহমানের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ।

এসময় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনেক গুণীকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

এছাড়া সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং বিশিষ্ট উদ্যোক্তা। ১৯৯০ সাল থেকে তিনি তার ভাই গোলাম মোস্তফার সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবেশ করেন।

তিনি দেশবন্ধু গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তিনি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিআই), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এবং উত্তর ধরলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকাসহ অনেক প্রতিষ্ঠানে জড়িত ছিলেন।

এর আগেও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন গোলাম রহমান। তিনি ২০০৫ সালে মওলানা ভাসানী স্মৃতি পদকে ভূষিত হন। ২০১৫ সালে তিনি ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্য মুক্তিযোদ্ধা বন্ধু ইন্দিরা গান্ধী পদক অর্জন করেন।