প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে আমরা সব কারখানা চালু রেখেছি: গোলাম মোস্তফা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে আমরা সব কারখানা চালু রেখেছি: গোলাম মোস্তফা

দেশের অর্থনীতি সচল রাখতে পুরোদমে উৎপাদনে দেশবন্ধু গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

Published : Wednesday, 13 May, 2020

দেশ ও জনগণের বন্ধু হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে দেশবন্ধু গ্রুপ। তৈরি করে চলেছে কর্মসংস্থান। দেশের গণ্ডি পেরিয়ে উৎপাদিত পণ্য রপ্তানি করে আনছে বৈদেশিক মুদ্রা। বিশ্ব বাজারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 
 
সবসময়ের মতো বর্তমানে নভেল করোনা ভাইরাস মহামারিতেও হাত গুটিয়ে বসে নেই। দেশ ও জনগণের প্রয়োজনে অবিরাম কাজ করে চলেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। দেশের এমন দুর্যোগময় সংকটে অবিরাম চিকিৎসাসেবা প্রদানসহ ও খাদ্যজাত পণ্য উৎপাদন করে যাচ্ছে দেশবন্ধু গ্রুপের প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে নিশ্চিত করছে বাজারে সরবরাহ।
 
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি শতভাগ মেনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শ্রমিক-কর্মচারীসহ কর্তাব্যক্তিরা। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান দেশের বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা নিজে সার্বক্ষনিক তদারকি করে চলেছেন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। লাভ-লোকসানের হিসাব কষে নয়, দেশের এমন মহামারিতে মানুষের পাশে দাঁড়াতেই ঝুঁকি জেনেও খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করছে দেশবন্ধু গ্রুপ।
 
 
বুধবার (১৩ মে)  নরসিংদীর পলাশ উপজেলায় দেশবন্ধু সুগার মিল, দেশবন্ধু পলিমার, দেশবন্ধু প্যাকেজিং এবং দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। এসময় তিনি কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।  
 
দেশবন্ধু চেয়ার‌ম্যান বলেন, আপনাদের কারো কোনো ধরনের অসুস্থতা দেখা দিলে বাড়ি থেকে ফোনে জানাবেন। আমাদের কর্মকর্তারা আপনাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। আর কারখানা থেকে যে স্বাস্থ্যবিধির গাইডলাইন দেওয়া হয়েছে, তা সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা ভালো থাকবো এবং আমাদের পরিবার ভালো থাকবে। 
 
গোলাম মোস্তফা বলেন,  দেশের এই ক্রান্তিকালে আপনারা দেশের খাদ্য সামগ্রীর সরবারহ চেইন স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন। এ জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই ক্রান্তিকালে আমরা মানুষের পাশে আছি, থাকবো। দেশবন্ধু গ্রুপ দেশ ও জনগণের বন্ধু। আপনাদের শ্রম দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। 
 
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দেশবন্ধু গ্রুপের সকল খারখানা চলমান রয়েছে, যা আমাদের দেশের খাদ্য সরবারহ চেইন স্বাভাবিক রাখছে এবং রপ্তানি খাতও সচলে রাখছে। এতে দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে। 
 
চিনিশিল্প, সিমেন্টশিল্প, সার ব্যবসা, শপিংমল, শিপিং, টেক্সটাইল মিলস, তৈরি পোশাক কারখানা, পলিমার, প্যাকেজিং, কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রডাক্টস, ফুড অ্যান্ড বেভারেজ, পাওয়ার প্লান্ট, আবাসন ও লজিস্টিকসহ, চালকল, হাসপাতাল থেকে শুরু করে মিডিয়া সবই আছে দেশবন্ধু গ্রুপের। সব কারখানা ও প্রতিষ্ঠান বর্তমানে চালু রয়েছে। 
 
বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া নভেল করোনা ভাইরাস এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক। জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরচেয়ে বড় সংকটে বিশ্বকে আর পড়তে হয়নি। করোনা মহামারিতে বিপর্যস্ত দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। কিন্তু পোশাক কারখানা আবার চালুর সিদ্ধান্তে বাতিল হওয়া অর্ডার আবার ফেরত আসছে। শ্রমিকদের বেতনও পরিশোধ করছে চালু কারখানাগুলো।
 
দেশবন্ধু গ্রুপের ২৭টি কোম্পানির মধ্যে নিলফামারীর উত্তরা ইপিজেডে ডেনিম উৎপাদনে এককভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দেশবন্ধু টেক্সটাইল মিলস চলছে পুরোদমে। একইসঙ্গে সাইউথইস্ট সোয়েটারও পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। দেশের মানুষের জরুরি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে কুড়িগ্রামে সাহেরা-ওয়াসেক অটো রাইস মিলস চলছে। করোনার এই মহামারিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিষ্ঠিত সাহেরা-ওয়াসেক হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
 
আজকালের খবর/আরই