দেশবন্ধু গ্রুপের চার কোম্পানি পেলো পল্লীবিদ্যুৎ সমিতির সম্মাননা স্মারক

দেশবন্ধু গ্রুপের চার কোম্পানি পেলো পল্লীবিদ্যুৎ সমিতির সম্মাননা স্মারক

অর্থনৈতিক প্রতিবেদক
Published : Wednesday, 24 August, 2022 at 6:29 PM
Source: The Daily Ajkaler Khobor (https://www.ajkalerkhobor.net/details.php?id=123508)

করোনা ভাইরাসের (কোভিড-১৯) মধ্যে স্বাস্থ্যঝুঁকি সঙ্গে নিয়ে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড ঠিক রেখে দেশের অর্থনীতির চালিকাশক্তি ধরে রাখতে সরকারকে সহায়তা করেছে দেশবন্ধু গ্রুপ। কঠিন সংকটের মধ্যেও কোনো শ্রমিকের চাকরি হারাতে হয়নি। নিয়মিত বেতন-ভাতা পেয়েছেন সবাই। এ কারণে সরকারসহ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ দেশবন্ধু। 
 
শুধু তাই নয়, সরকারের বেঁধে দেওয়া সব নিয়ম-কানুন পরিপালনের পাশাপাশি বিদ্যুৎ বিলও পরিশোধ করেছে নিয়মিত। এ কারণে শিল্প (এইচটি) শ্রেণির নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী হিসেবে দেশবন্ধু গ্রুপের অন্যতম কোম্পানি দেশবন্ধু সুগার মিলস লিমিটেডসহ গ্রুপের চারটি কোম্পানিকে সম্মাননা স্মারক প্রদান করেছে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১। 
 
সম্প্রতি পল্লীবিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভা ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের চারটি (কাউয়াদি, পলাশ, হিসাব নং-৮০১-১০৩৫) কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক দেওয়া হয়। 
 
সম্মাননা স্মারকপ্রাপ্ত কোম্পানি চারটি হলো- মেসার্স দেশবন্ধু সুগার মিল, দেশবন্ধু পলিমার, দেশবন্ধু প্যাকেজিং ও দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। 
 
আজকালের খবর/ওআর